ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১৫ : নিখোঁজ ১৫৫


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ওয়াইন কান্ট্রি হিসেবে পরিচিত কিছু এলাকায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। অঙ্গরাজ্যটিতে স্মরণকালের অন্যতম ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় দেড় শতাধিক মানুষ নিখোঁজ হয়েছে। এ ছাড়া বিধ্বস্ত হয়েছে ১ হাজার ৫০০টির মতো বাড়ি।

    স্থানীয় সময় মঙ্গলবার দুপুর পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

    দাবানলে সোনোমা কাউন্টিতে ৯ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তা রোজা, সান ফ্রান্সকোর উত্তরাঞ্চল।

    সোনামা কাউন্টির সেরিফ অফিস জানিয়েছে, এখনও পর্যন্ত ১৫৫ জনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপক প্রধান কেন পিমলট বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবার ১৭ বারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
    তিনি আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৫ হাজার একর জমি আগুনে পুড়ে গেছে। নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পিমলট।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ