জামায়াত সহিংসতা করলে কড়া জবাব: ওবায়দুল কাদের


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


জামায়াতে ইসলামীর হরতালে কোনো ধরণের সহিংসতা হলে কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    আজ বুধবার দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    এসময় তিনি বলেন, তাদের সহিংসতার কোনো পজেটিভ রেজাল্ট নেই।

    ওবায়দুল কাদের বলেন, সহিংসতা সৃষ্টি করে কোনো আন্দোলন সফল করা যায় না সেটা ৫ জানুয়ারির নির্বাচন উত্তর পরিস্থিতিতে প্রমাণ হয়ে গেছে। বিএনপি এবং তার সহযোগিরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। সহিংস রাজনীতির কোনো পজেটিভ রেজাল্ট নেই।

    আওয়ামী লীগ নেতাকমীরা হরতাল প্রতিরোধে মাঠে থাকবে কি না এমন প্রশ্নে কাদের বলেন, কোনো প্রয়োজন নেই। সেই অবস্থা বিরোধীদের এখন নেই। আন্দোলন করার সক্ষমতা তাদের নেই। সহিংসতা করলে উপযুক্ত জবাব তারা পাবে।

    দলটি বলছে রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার এমন প্রশ্নে তিনি বলেন, সহিংসতার প্রস্তুতি বৈঠক হাতে নাতে পাওয়া যায় তাহলে তো আইনপ্রয়োগকারী সংস্থা বসে থাকবে না।

    মির্জা ফখরুল প্রসঙ্গে কাদের সাংবাদিকদের বলেন, উনারে কাঁদতে বলেন। উনি হতাশ হয়ে চোখের জল ফেলছেন। চেয়ারপারসন কবে আসবেন তা কেউ জানে না। তাই তিনি কখনও এটা কখনও সেটা বলে নেতাকর্মীদের চাঙা রাখার চেষ্টা করছেন। তার অবস্থায় পড়লে আমারও কি হতো। সেটা আমাদের ভাগ্যে, হয়নি।

    উল্লেখ্য, দলের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ নয়জনকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।

    প্রধান বিচারপতির ছুটি নিয়ে বিএনপির সমালোচনার জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘তিনি অসুস্থ, ছুটি নিতেই পারেন। আর তাকে জোর করে বিদেশ পাঠানো হলে উনি তো সেটা বলতেন। উনি তো মেরুদণ্ডহীন না।’

    মেট্রোরেল প্রকল্প গুলশান হামলার কারণে মেট্রোরেলের কাজে বিঘ্ন ঘটলেও সরকার দ্রুত এই প্রকল্প শেষ করতে চায় বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

    মন্ত্রী বলেন, ‘মেট্রোরেলের কাজ পুরোদমে চলছে। আশা করি আগামী ছয় মাসের মধ্যে এ প্রকল্প দৃশ্যমান হবে।’

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ