নওগাঁর সাপাহারে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে দিঘীর হাট হাপানিয়া সীমান্ত এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- উপজেলার মিরাপাড়া দিঘীর হাট এলাকার রেজাবুল হোসেনের ছেলে বাবু ওরফে বাবলু (২৬) ও একই গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে মোখলেছুর রহমান (৩৮)।
অভিযান পরিচালনাকারী এসআই জোবায়ের আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অবস্থান করছিলাম। এসময় বাবলু ও মকলেছুরকে একটি প্লাস্টিকের বস্তায় ভরে ফেনসিডিলগুলো বহন করে আসতে দেখে পথ রোধ করা হয়। পরে বস্তায় থাকা ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা পর সকালে আটককৃতদের নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
পরেশ টুডু, পত্নীলায় (নওগাঁ) থেকে. পত্নীলায়য় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট/১৭ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়…
অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ