উত্তর কোরিয়া ‘পরমাণু যুদ্ধের মহাপ্রলয়’ এড়াতে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ রাষ্ট্র নিয়ে গঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক জোট আসিয়ান’এর সমর্থন চেয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে মারাত্মক সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করার পর এই সমর্থন চাওয়া হয়।
ওয়াশিংটনের তৎপরতা এবং যুদ্ধবাজ নীতি কোরীয় উপদ্বীপকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে বলে আসিয়ান প্রধান লি লুয়ং মিনের কাছে লেখা চিঠিতে উল্লেখ করেন পিয়ংইয়ংয়ের পররাষ্ট্রমন্ত্রী রি-ইয়ং হো।
এতে আরো অভিযোগ করা হয় যে, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বাৎসরিক মহড়া কোরীয় উপদ্বীপের পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। আমেরিকা সবখানে পরমাণু হামলার উপযোগী ব্যবস্থা বসিয়েছে এবং এতে কোরীয় উপদ্বীপে ‘পরমাণু যুদ্ধের মহাপ্রলয়’ ঘটে যেতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করা হয়।
কোরীয় উপদ্বীপের মারাত্মক পরিস্থিতি সম্পর্কে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের অবহিত করতে এবং শান্তি বজায় রাখার যথোপযুক্ত প্রস্তাব দেয়ার আহ্বান জানান হয় চিঠিতে।
সদস্য না হওয়া সত্ত্বেও এ নিয়ে আবারো আসিয়ানের কাছে কোরীয় উপদ্বীপের সমস্যা নিয়ে চিঠি দিলো উত্তর কোরিয়া। এর আগে মার্কিন মহড়ার বিরুদ্ধেও চিঠি দিয়েছিল পিয়ংইয়ং।
নিউজ ডেস্ক. উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে হত্যার পরিকল্পনাকারীদের নির্মূলের অঙ্গীকার করেছে পিয়ংইয়ং। বৃহস্পতিবার জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী মিশন এক…
অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ