শেরপুরে জাতীয় কন্যা শিশু ও আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আবু জাহের, শেরপুর(বগুড়া) প্রতিনিধি.


বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জাতীয় কন্যা শিশু দিবস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর এবং শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০১৭ উদযাপন করা হয়। এ উপলক্ষে র‌্যালী, মহড়া, আলোচনাসভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

    dav

    উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রতন হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক রাশেদুল হক প্রমুখ।

    সভায় দুর্যোগ প্রশমন দিবসে, প্রাকৃতিক, কৃত্রিম দুর্যোগের কুফল থেকে পরিত্রানের উপায় এবং কন্যা শিশু দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা। শেষে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উদ্যোগে দুর্যোগ মোকাবেলা কল্পে একটি মহড়া প্রদর্শন করাসহ চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ