ডাবল সেঞ্চুরি করলেন নাঈম

ক্রীড়া ডেস্ক.


ডাবল সেঞ্চুরি হাকালেন বাংলাদেশের জাতিয় দলের ক্রিকেটার নাঈম ইসলাম। জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান নাঈম ইসলামের কথাই বলা হচ্ছে। আজ শনিবার জাতীয় লিগে রংপুরের হয়ে ঢাকা বিভাগের পক্ষে গড়েন দারুণ এই কীর্তি।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন নাঈম। আগেরদিনের ১২০ রান নিয়ে আজ দ্বিতীয় দিনে ২০০ রান করেন ৩৪১ বল খরচায়। সে সময় ২১টি চার এবং চারটি ছক্কার মার ছিল তাঁর ইনিংসে।

অবশ্য ডাবল সেঞ্চুরি করার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ৩৪৯ বলে ২১৬ রান করে সাজ ঘরে ফিরে যান তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর সর্বোচ্চ সংগ্রহ, এর আগে ১৮৫ রানের একটি ইনিংস খেলেছিলেন গত জানুয়ারিতে।

তাই এ মৌসুমটা বেশ ভালোই কাটছে নাঈমের। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ছটি সেঞ্চুরি করেছেন তিনি। বিসিএলে ছয় ম্যাচে চারটি সেঞ্চুরিতে ৫৭৫ রান এবং জাতীয় লিগে পাঁচ ম্যাচে এখন পর্যন্ত দুটি সেঞ্চুরি করেন তিনি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ