Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.
একেতো নেই বাজার মনিটরিং ব্যবস্থা তদুপরি এবারের ভয়াবহ বন্যার কারণে কাজীপুরের বাজারে সকল প্রকার সবজির দাম অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে। ফলে শ্রমজীবী ও সাধরণ মানুষের নাভিশ্বাস শুরু হয়েছে। তবে কাচা মরিচের ঝাজে নাকাল পুরো কাজীপুরবাসী।
জানা যায়, কাজীপুর উপজেলার খুচরা বাজারগুলোতে কাচা মরিচের দাম দ্বিগুনেরও বেশি। আর সব ধরনের সবজির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। গত তিন সপ্তাহ আগে কাজীপুর উপজেলার বাজার গুলোতে কাচা মরিচের দাম ছিল ৮০ টাকা ।
সকাল থেকে উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে কাচা মরিচ জাতভেদে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেইসাথে দেশী পেঁয়াজ ৫০ টাকা কেজি ও ভারতীয় পেঁয়াজ ৪০টাকা, ২০ টাকা কেজির বেগুন ৪৫ টাকা কেজি, ২০ টাকা কেজির পটল বর্তমানে ৫০ টাকা কেজি, ২০ টাকার শসা বর্তমানে ৪৫ টাকা কেজি, কাকরোল ১৬ টাকা বর্তমানে ৩২ টাকা, ঝিঙ্গা ১৮ টাকা বর্তমানে ৩৬ টাকা কেজি, মিষ্টি লাউ ১০ টাকা কেজি বর্তমানে ৩০ টাকা, কুমড়া প্রতিপিচ ১০ টাকা বর্তমানে ৩০/৩৫ টাকা, করলা ৪০ টাকা বর্তমানে ৮০ টাকা কেজি, বরবটি ৩০ টাকা বর্তমানে ৬০ টাকা কেজি, ঢেঁরশ ২০ টাকা বর্তমানে ৬০ টাকা, মুলার শাক ২০ টাকা কেজি, পুঁই শাক ২০ টাকা, কচু লতা ৪৫ টাকা, লাল শাক ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
শুধু মাত্র আলুর দাম ছাড়া সকল প্রকার সবজির দাম অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় জনসাধ্রাণ চরম ভোগান্তিতে পড়েছে। সরকারি ভাবে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় বিভিন্ন সময় বাজারে এ ধরনের অস্থিরতার সৃষ্টি হয়। ব্যবসায়িরা অধিক মুনাফার আশায় সিন্ডিকেটের মাধ্যমে অনেক সময় পণ্যের দাম বেশি নেয়।
দিন মজুর হোসেন আলী, রিকশাচালক বাহাদুর মিয়া সহ একাধিক খেটে খাওয়া মানুষের সাথে কথা বললে তারা জানান, যেভাবে জিনিস পত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের মত শ্রমজীবী মানুষদের জীবন চলা দায় হয়ে পরেছে। দিনে যে রোজগার করি তাতে কোন রকমে খেয়ে পড়ে বেঁচে ছিলাম। এতদিন শুধু চালেম দাম বেশি ছিল কিন্ত এখন সব জিনিসের দাম আকাশ ছোঁয়া। কিন্ত আমাদের রোজগার সেই আগের মতই আছে। এখন আমরা দুচোখে অন্ধকার দেখছি। সাধারন মানুষের দাবি নিয়মিত বাজারে মনিটরিং থাকলে এ সিন্ডিকেটের অবস্থা থাকবেনা।
সোনামুখী বাজারের কাঁচামাল ব্যবসায়ি দুলাল উদ্দিন ও মজিদ ব্যাপারী সহ সবজি ব্যবসায়ী জানান, এ বছর বন্যায় আমাদের দেশীয় বাজারে সব সবজি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।
এ প্রসঙ্গে কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম বলেন- মূলত বন্যার কারনেই এমনটি হয়েছে। তবে বাজার মনিটরিংয়ের উদ্যোগ নেয়া হবে।