Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.
কাজীপুরের চরাঞ্চলের আড়াইশ প্রতিবন্ধী পরিবারকে নলকূপ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। যমুনা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে
দুপুরে চরাঞ্চলের তেকানী, নাটুয়ারপাড়া, চরগিরিশ, মনসুরনগর ইউনিয়নের দুইশ পরিবারের মাঝে নগদ অর্থ ও পঞ্চাশটি পরিবারের মাঝে নলকুপ বিতরণ করা হয়।
যমুনা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পরিচালক জাহিদুল হাসান স্বপন জানান, কাজীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ বকুল সরকার, বসুন্ধরা গ্রুপের ম্যানেজার স্টেট আমিনুল ইসলাম, মোকাদ্দেস আলী, নাজমুল হাসান রানা, ইঞ্জিনিয়ার সানোয়ার হোসেনসহ সমাজের বিত্তবানদের সহায়তা নিয়ে প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।
সংস্থার নিজ কার্যালয় নাটুয়ারপাড়ায় এই সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য ইসহাক উদ্দিন কন্ট্রাকটর, নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চান, তেকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ, কাজীপুর উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মোজাহার হোসেন প্রমূখ।