আসবাব মেলায় নিত্যনতুন ডিজাইনেও ছাড়


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

স্টাফ রিপোর্টার.


রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ’নবরাত্রি’ হলে এক ছাদের নিচেই মিলছে খাট, ড্রয়িং টেবিল, সোফা, সিন্দুক, কুশন সহ বাহারি ডিজাইনের ফার্নিচার। নিত্যনতুন এসব পণ্যে মেলা উপলক্ষে পাওয়া যাচ্ছে আসবাবভেদে ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়। প্রতিটি ষ্টলে রয়েছে রং বেরংয়ের নানা ধরনের নজরকাড়া ফার্নিচার। পণ্যগুলোতে সৌখিনতার ছোঁয়া যেমন রয়েছে তেমনি রয়েছে ভিন্নতা।

    ৯টি দেশে আসবাব রপ্তানি করা প্রতিষ্ঠান হাতিল সব পন্যেই ৫ শতাংশ ছাড় দিচ্ছে। খাট, সোফা, ডাইনিং টেবিলের মতো আসবারের পাশাপাশি হাতিলের ষ্টলে রয়েছে রকিং চেয়ার, ডিভান, লবি সেটের মতো নতুন নকশার আসবাব।

    মেলা উপলক্ষ্যে ব্রাদার্স ফার্নিচারে পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৪০ হাজার টাকায় আলমারি। এসব পন্যে ৫ থেকে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া ব্যাংকের মাধ্যমে কিস্তিতেও পণ্য কেনার সুবিধা রয়েছে বলে জানান ব্রাদার্স ফার্নিচার কর্তৃপক্ষ।

    চট্রগ্রামের সেগুন কাঠের তৈরী ভিক্টোরিয়া ডিজাইনের এন্টিক ফার্নিচার নিয়ে এসেছে এথেনাস ফার্নিচার এন্ড হোম ডেকোর, এলিগেন্ট ও ওমেগা ফার্নিচার। নান্দনিক ডিজাইনের এ পণ্য গুলোতেও ৫ থেকে ১৫ শতাংশ ছাড় রয়েছে।

    মেলায় কাঠের তৈরী আসবাব পণ্য নিয়ে এসেছে লিগ্যাসি ফার্নিচার, ন্যাশনাল উড এন্ড ষ্ঠিল কিং। পুরোপুরি কাঠের তৈরী এ আসবাবগুলোর দাম তুলনামূলক একটু বেশী।

    মেলায় সেফস আনলিমিটেড নিয়ে এসেছে ভারতীয় গোদরেজ ব্রান্ডের বিভিন্ন আকারের সিন্দুক। যেগুলো ১৫ হাজার থেকে ৩ লাখ টাকায় কিনতে পাওয়া যাবে। মেলায় ইউরো এশিয়া এর ষ্টলে মিলবে কুশন, বালিশ, কম্বল ও স্প্রিংযুক্ত ম্যাট্রেস এর কালেকশন।
    মেলায় উত্তরা থেকে আগত নবদম্পতি আশরাফুল হক তুষার ও তাহসিনা শারমিন তিশা জানান, নতুন সংসার তাই মেলায় এসেছি আসবাব কেনার জন্য। দেশীয় শিল্প ও সাহিত্যের সাথে মাননসই বলে কাঠের তৈরী আসবাবই তাদের পছন্দের তালিকায় রয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ