ধুনটে বিষপানে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

জিল্লুর রহমান.


বগুড়ার ধুনট উপজেলায় বিষপানে ইলিয়াস আহমেদ (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে। বুধবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইলিয়াস উপজেলার চালাপাড়া গ্রামের আব্দুস ছালামের পুত্র ও চালাপাড়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সাথে ইলিয়াসের বাক বিতন্ডা হয়। এতে অভিমান করে ইলিয়াস বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্বজনরা ইলিয়াসকে অসুস্থ্য অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টায় ইলিয়াস আহমেদ মারা যায়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ