কাজীপুরে আইএইচটি ভবন উদ্বোধনের অপেক্ষায়


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.


সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সিমান্ত বাজারে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজী (আইএইচটি) এর ভবণ নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষায়। এই প্রতিষ্ঠান নির্মাণ কাজ করছেন মেসার্স বঙ্গ বিল্ডার্স লিমিটেড। উত্তরবঙ্গের প্রবেশদ্বার কাজীপুর উপজেলার অনগ্রসর মানুষের স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম ও তার পুত্র সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় ২০১৫ সালের ৩ জুলাই এই প্রতিষ্ঠান নির্মাণ কাজের উদ্বোধন করেন।

    স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এইচইডি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীন প্রতিষ্ঠানটি মন্ত্রির একান্ত প্রচেষ্ঠায় নির্মাণের ফলে মানুষের মনে এরই মধ্যে নানা স্বপ্ন দানা বাধতে শুরু করেছে। শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মন্ত্রি মোহাম্মদ নাসিম সরেজমিনে এর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন এবং কয়েকদিনের মধ্যেই তা উদ্বোধন করবেন বলে জানান নির্মাণ প্রতিষ্ঠানের প্রকল্প প্রকৌশলী লুৎফর রহমান। তিনি জানান, ২৯ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে বেশক’টি ভবন নির্মাণ করা হয়।

    এর মধ্যে রয়েছে ৪ তলা একাডেমিক ভবন, ২ তলা মহিলা হোস্টেল, ৩ তলা পুরুষ হোস্টেল, ৩ তলা বিশিষ্ট কোয়ার্টার ভবন, সুপারিনটেন্টেন্ড ভবন ও অধ্যক্ষের ভবন। এছাড়া নির্মিত হচ্ছে একটি পাম্প হাউজ কাম সাব স্টেশন। এই কাজটি মোট ১৮ মাসে অর্থাৎ ২০১৭ সালের ডিসেম্বরে শেষ হবার কথা ছিল। মন্ত্রি মহোদয়ের সময়োপযোগী পদক্ষেপে নির্দিষ্ট সময়ের আগেই নির্মাণ কাজ শেষ হয়েছে।

    প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার আমির হোসেন জানান, মেসার্স বঙ্গ বিল্ডার্স নির্দিষ্ট সময়ের মধ্যেই এর নির্মাণ কাজ সমাপ্তির লক্ষ্যে রাতদিন পুরোদমে কাজ করেছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ