আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ জলদস্যু আত্মসমর্পণ

নিউজ ডেস্ক.

পটুয়াখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করছে সুন্দরবনের জলদস্যু ‘আলিফ বাহিনী ও কবিরাজ বাহিনীর’ প্রধানসহ ২৫ জন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ শুরু হয়।

এ সময় ৩১টি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ১১০ রাউন্ড গোলাবারুদ জমা দিচ্ছেন তারা।

আত্মসমর্পণকারীদের মধ্যে আলিফ বাহিনীর ১৯ জনের ২৫টি অস্ত্র এবং ৮৩২ রাউন্ড গোলাবারুদ আর কবিরাজ বাহিনীর ৬ জন ৬টি অস্ত্র এবং ২৭৮ রাউন্ড গোলাবারুদ জমা দেবেন।

এ পর্যন্ত মোট আত্মসমর্পণকারী জলদস্যু বাহিনীর সংখ্যা দাঁড়িয়েছে ১২টি।

মোট আত্মসমর্পণকারী জলদস্যুর সংখ্যা দাঁড়াল ১৩২ জনে আর এ পর্যন্ত জমা দেয়া অস্ত্রের মোট সংখ্যা ২৪৭টি এবং গোলাবারুদের মোট সংখ্যা ১২ হাজার ৪৯০ রাউন্ড।

সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে জেলে ও বনজীবীরা ছিল এই জলদস্যুদের টার্গেট। তাদের অপহরণ ও মুক্তিপণ আদায় করাই ছিল জলদস্যুদের প্রধান কাজ। র‌্যাব-৮ তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিভিন্ন সময়।

র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে এ পর্যন্ত ৯০ জন জলদস্যু নিহত হয়েছে।

এতে জলদস্যুরা ভীত ও কোণঠাসা হয়ে পড়েন। এর একপর্যায়ে জলদস্যুরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় আজ আলিফ বাহিনী ও কবিরাজ বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ