শেরপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবু জাহের, শেরপুর(বগুড়া) প্রতিনিধি.


বগুড়ার শেরপুর থানা ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতা বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত রচনা প্রতিযোগিতায় উপজেলার ৭ শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। ২টি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিযোগিতায় ক বিভাগে সামিট স্কুল এ্যান্ড কলেজের ৯ম শ্রেনীর ছাত্র রোহান তালুকদার ১ম, শেরউড ইন্টারন্যাশনাল (প্রাইভেট) স্কুল এ্যান্ড কলেজের ৯ম শ্রেনীর ছাত্রী আনিকা মুবাস্সিরা ২য় ও পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এ্যান্ড কলেজের ৯ম শ্রেনীর ছাত্রী খাদিজা রুবাইয়াত ৩য় স্থান অধিকার করেছে এবং খ বিভাগে সামিট স্কুল এ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী শবনম মুস্তারী ১ম, সামিট স্কুল এ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র সাগর কুমার দত্ত ২য় ও শেরউড ইন্টারন্যাশনাল (প্রাইভেট) স্কুল এ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী নাজনীন আকতার ৩য় স্থান অধিকার করেছে।

উক্ত রচনা প্রতিযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজমুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান, পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক সামছুজ্জোহা, উপজেলা কমিউিনিটি পুলিশিং এর সদস্য সচিব ফরহাদুজ্জামান শাহিন প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ