Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ বুধবার স্ট্যান্ডিং পলিটব্যুরো কমিটির শীর্ষ নেতাদের নাম ঘোষণা করেছেন।
প্রেসিডেন্ট জিনপিং ও প্রধানমন্ত্রী লি খেচিয়াং পদাধিকার বলে এই কমিটির সর্বোচ্চ দুই নেতা। চীনের ‘ক্ষমতাকেন্দ্র’ নামে পরিচিত এই কমিটির বাকি ৫ সদস্য হলেন- ওয়াং ইয়াং, হান ঝেং, ঝাও লেজি, লি ঝাংশু এবং ওয়াং হুনিং।
ওয়াং ইয়াংকে উপ-প্রধানমন্ত্রী থেকে নির্বাহী উপ-প্রধানমন্ত্রী করা হয়েছে। চীনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর সাংহাইয়ের দলীয় সাধারণ সম্পাদক হান ঝেংকে কমিটিতে এনে চাইনিজ পিপলস কনসালটেটিভ কনফারেন্সের প্রধান করা হয়েছে।
রাষ্ট্র ও সরকার পরিচালনার দিক থেকে চীনের সর্বোচ্চ ক্ষমতার মালিক স্ট্যান্ডিং পলিটব্যুরো কমিটি। আগামী ৫ বছর অর্থাৎ ২০২২ সাল পর্যন্ত এই কমিটির ৭ জনের হাতে থাকবে চীন।
গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত তাদের পাস কাটিয়ে বাস্তবায়নের সুযোগ নেই। তবে এ কমিটির নতুন ৫ জনের নাম ঘোষণা করা হলেও ৫ বছর পর শি জিনপিংয়ের উত্তরসূরি কে হবেন, তা জানানো হয়নি।
সাম্প্রতিক দশকগুলোতে চীনের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নাম ঘোষণার সময় প্রেসিডেন্টের এক বা একাধিক উত্তরসূরির নামও ঘোষণা করা হয়। কমিটির কার্যক্রম শুরু হওয়ার সময় থেকে তাদের পরিচয় জানানো হয়।
অনেক ধারণা করছিলেন, স্যান্ডিং কমিটিতে জায়গা পাবেন চকিংয়ের দলীয় প্রধান ও শি জিনপিংয়ের আস্থাভাজন চেন মিনার ও গুয়াংডুর দলীয় প্রধান হু চুনহুয়া। কিন্তু তারা কমিটিতে নেই। ফলে কে হবেন শি জিনপিংয়ের উত্তরসূরি, তা ধোঁয়াশার মধ্যে রয়ে গেল। কথা উঠছে, জিনপিং হয়তো আরো দীর্ঘসময় ক্ষমতায় থাকতে চাইছেন।
প্রতি ৫ বছর অন্তর চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেস বা মহাসম্মেলন থেকে সেন্ট্রাল কমিটি, পলিটব্যুরো কমিটি ও স্ট্যান্ডিং পলিটব্যুরো কমিটি ঠিক করা হয়। কংগ্রেসে অংশ নেওয়া দলীয় প্রতিনিধিরা ভোটের মাধ্যমে এসব কমিটি নির্ধারণ করেন।
সেন্ট্রাল কমিটির সদস্য সংখ্যা ২০০ জন, যারা বছরে দুবার বৈঠকে বসে। পলিটব্যুরো কমিটির সদস্য ২৫ জন। প্রয়োজনে তারা বৈঠক করে থাকে। আর সর্বোচ্চ ক্ষমতাধর কমিটি হলো স্ট্যান্ডিং কমিটি। এই কমিটির ৭ সদস্যই চীনের মূল চালিকা শক্তি।
সূত্র : বিবিসি