Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তা শেখ হাসিনার অধীনেই হবে। এটা একটা সেটেলড বিষয়। এটা নিয়ে কথা বলে লাভ নেই। বিদেশিরাও একই কথা বলেছে।
তিনি বলেন, আগামী নির্বাচনের আর মাত্র এক বছর বাকি। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। জনগণ যাকে ভোট দেবে সেটাই আমরা মেনে নেব। জনগণের উপর ভরসা রাখুন।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলোনায়তনে ডিআরইউ-লায়নস ক্লাব অয়োজিত ‘ঢাকা হেলথ ক্যাম্প-২০১৭’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, এখন হরতাল মানুষ আর বিশ্বাস করে না। আমরাও যদি ভবিষ্যতে হরতাল দিই তাহলেও মানুষ সমর্থন দেবে না। হরতাল করে কোনো লাভ নেই।
রোহিঙ্গা প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, রোহিঙ্গাদের আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছি। কিন্তু তারা সাথে করে ভয়াবহ রোগ নিয়ে বাংলাদেশে এসেছে। আমরা চেষ্টা করছি যাতে এ রোগ বাংলাদেশে ছড়িয়ে না পরে। রোহিঙ্গাদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি শেখানো হচ্ছে। যাতে তারা জন্মনিয়ন্ত্রণ করতে পারে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে কম কথা বলার পরামর্শ দিয়ে নাসিম বলেন, আপনারা রেফারি, আপনাদের কাজ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। আর কথা কম বলেন। একজন কথা বেশি বলেছেন, দেখেছেন না কি হয়েছে? কথা বলার জন্য আমরা পলিটিশিয়ানরা আছি।
সিইসিকে উদ্দেশ্য করে নাসিম বলেন, এটা একটা সাংবিধানিক পদ। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অনুরোধ করব। সব দল যাতে নির্বাচনে আসে সেই ব্যবস্থা করতে বলব।
খাদ্য তালিকা পরিবর্তনের আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডায়াবেটিস প্রতিরোধে আমাদের খাদ্য তালিকা হতে ফাস্ট ফুড কমাতে হবে। বেশি বেশি হাঁটতে হবে ও জনসচেতনতা বাড়াতে হবে। শহরের পশাপাশি গ্রামের সব জায়গায় পাকা রাস্তা হওয়ায় গ্রামের মনুষ হেঁটে পথ চলা বন্ধ করে দিয়েছে। যার ফলে ডায়বেটিস রোগী বাড়ছে। তাই বেশি বেশি হাঁটতে হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি প্রফেসর একে আজাদ খান।