ট্যাটু দেখাতে সোশ্যাল মিডিয়ায় অর্ধনগ্ন হলেন অ্যাশ

বিনোদন ডেস্ক.


অ্যাশলে গ্রেহাম। আমেরিকান মডেলের এই নামটিই যথেষ্ট পুরুষদের হৃদয়ে ঝড় তোলার জন্য। সম্প্রতি অ্যাশলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছে অনলাইনে। আর সেই ছবিতেই অনলাইনে উষ্ণতার পারদ চড়ছে চরচর করে। সম্প্রতি গোপনাঙ্গে ট্যাটু করে একটি ছবি শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। যেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ছবিটিতে দেখা গিয়েছে, অ্যাশলে বিকিনি পরে ছবিটি তুলেছে। যেখানে নিজের নয়া ট্যাটু দেখাতে আন্ডারওয়্যারটা বেশ খানিকটা নীচে নামিয়েছে তিনি। যেটি দেখলে আপনার বুকে ঝড় উঠবেই৷ সোশ্যাল মিডিয়ায় অ্যাশলের অনুগামীর সংখ্যা অসংখ্য। বাহামাসে ছুটি কাটাতে গিয়েছিলেন অ্যাশলে। সেখানেই বিকিনিতে একেবারে বোল্ড লাগছিল থাকে। বিকিনিতে বেশ কিছু সেক্সি ফটোশ্যুটও করেছেন অ্যাশলে। এছাড়াও একটি ভিডিও শ্যুট করেন অ্যাশলে। যেখানে তার গোপনাঙ্গে আঁকা একটি ট্যাটু দেখিয়েছেন অ্যাশলে। একটি কিংবা দু’টি নয়। বেশ কয়েকটি ছবি এবং ভিডিও তুলে সেগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অ্যাশলে।


ব্ল্যাক এবং সাদা বিকিনিতে লাস্যময়ী অ্যাশলে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। বৃশ্চিক চিহ্নে ট্যাটু এঁকেছিলেন তিনি। ‘বাহামা মামা’ নামে ক্যাপশন দিয়ে ছবিটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তিনি। ইতিমধ্যেই ওই ভিডিওটির ভিউয়ারস সংখ্যা ছাড়িয়েছে এক মিলিয়নে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ