শেরপুরে ৪টি গরু চুরি


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


বগুড়ার শেরপুরের মির্জাপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে সংঘবদ্ধ চোরেরা গত বুধবার রাতে গোয়াল ঘরের দরজা কেটে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৪টি গরু চুরি করে নিয়ে গেছে।

    জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর পশ্চিমপাড়া গ্রামের অসুর উদ্দিনের ছেলে মসুর উদ্দিন গত বুধবার রাত ৭টার দিকে ৩টি গাভি ও ১টি ষাঁর গরু পরিচর্যা শেষে গোয়াল ঘরে তুলে দরজায় তালা দিয়ে ঘুমাতে যায়। এই সুযোগে সংঘ বদ্ধ চোরেরা রাতের যেকোন সময় গোয়াল ঘরের দরজা কেটে নির্বিঘেœ গরুগুলি চুরি করে নিয়ে যায়। মুসুর উদ্দিন গতকাল বৃহস্পতিবার সকালে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে গরু নেই। অনেক খোজাখুজি করে গরু না পেয়ে সে কান্নায় ভেঙ্গে পরে। তার উপার্জনের একমাত্র সম্বল গরুগুলি হারিয়ে সে দিশেহারা হয়ে পড়েছে বলে পরিবারের লোকজন জানায়।

    উল্লেখ্য ওই গ্রাম থেকে ১০/১২ দিন আগে আরো ২টি গরু চুরি হলেও পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় আর কেউ গরু চুরির জন্য থানায় অভিযোগ করতে যায়না বলে ভুক্তভোগিরা জানায়।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ