সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান গুরুতর আহত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আব্দুল হালিম (লাভলু), সিরাজগঞ্জ থেকে.


সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ দুই আ.লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

    শুক্রবার সন্ধা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শালুয়াভিটা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত ওই দু’আওয়ামীলীগ নেতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। প্রাথমিক চিকিৎসা দেবার পর উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ৯টার দিকে তাদের পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    আহতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর শেখ (৫০) এবং তার সহযোগী একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল আলীম (৩৯)। এ রির্পোট লেখা পর্যন্ত হামলাকারীদের আটক বা মামলার কোনটিই হয়নি।

    সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, আগামী ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে শুক্রবার বিকেলে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। কালিয়া হরিপুর ইউনিয়ন থেকে ৮/৯ জনের আওয়ামীলীগের নেতাকর্মীদের একটি দল ৩টি মোটর সাইকেল যোগে সেখানে যান।

    সন্ধার পর সভা শেষে বাড়ি ফেরার পথে শালুয়াভিটা নামক স্থানে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও রড দিয়ে তাদের ওপর অতর্কীত হামলা চালায়। এতে ওই দু’আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান আব্দুস সবুর ও তার সহযোগী আব্দুল আলীম গুরতর আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ আড়াই’শ শয্যা হাসপাতালে ভর্তি করে।

    এদিকে, খবর পেয়ে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মিজানুর রহমান দুদু, ছোনগাছা ইউপি চেয়ারম্যান শহিদুল আলম ও সদর পৌরসভার প্যানেল চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা সহ নেতাকর্মীরা তাদের দেখতে হাসপাতালে ভীড় জমান। রাত সাড়ে ৯টায় ঢাকায় স্থানান্তর করা পর্যন্ত তারা হাসপাতালে ছিলেন।
    সিরাজগঞ্জ আড়াই’শ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফয়সাল আহম্মেদ জানান, আহতদের মধ্যে চেয়ারমেন সবুরের আবস্থা গুরতর। তার মাথা, দু’হাত ও বাম পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। চেয়ারম্যানের সহযোগী আব্দুল আলীমের হাত-পায়েও অনুরূপ আঘাতের চিহ্ন রয়েছে। তাদের তৃতীয় সহযোগী মোঃ আবু বক্কার পিঠে আঘাত পেলেও তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অন্যদিকে, সদর থানার তদন্ত পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসীদের খুঁজছে পুলিশ।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ