এই হামলা পরিকল্পিত : মির্জা ফখরুল


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার পর ক্ষোভ প্রকাশ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই হামলা পরিকল্পিত। এতে সাংবাদিকরাও আহত হয়েছেন। এই হামলা কারা করেছে তার সাক্ষী সাংবাদিকরাই।

    আজ রবিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘আজ দেশের বিচার বিভাগ আক্রান্ত। মিডিয়াও আক্রান্ত হচ্ছে। কেউ এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে না।’

    মির্জা ফখরুল বলেন, ‘গাড়িবহরে যারা হামলা করেছে তারা চিহ্নিত। প্রত্যেকের নাম ঠিকানা চলে এসেছে, কারা কারা এ ঘটনা ঘটিয়েছে। তাদের ছবি চলে এসেছে। বোঝাই যাচ্ছে এ ঘটনার সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত।’

    তিনি বলেন, ‘আপনি যদি সত্যকে আড়াল করেন সেটি একটা ক্রাইম। তারা (আওয়ামী লীগ) আন্তরিক হলে যারা এই হামলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেন। উল্টো অভিযোগ করা মানে তারা সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছেন, লালন করছেন। তারাই প্রমোট করছে। তারা আপনাদের কর্মী। দায়দায়িত্ব আপনাদের ওপরই যাবে।’

    হামলা ঘটনার পুনরাবৃত্তি রোধে খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আশা করি, বাকি সফর শান্তিপূর্ণ হবে। প্রথম দিনে বলেছি এখনো বলছি। তিনি (খালেদা জিয়া) তিনবারের প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধী দলীয় নেতা, তার নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। একজন সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়াও তাদের দায়িত্ব। আমরা আশা করি যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না ঘটে। সরকারি দলের কাছে আমরা এ আশা করি।’

    বিএনপি রাজনৈতিক উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আসিনি। আমরা ত্রাণ দিতে এবং পর্যবেক্ষণের জন্য এসেছি। মানুষের যে ঢল দেখছেন এটা অর্গানাইজড নয়, কোনো রাজনৈতিক কারণে নয়। মানুষ এমনিতেই উঠে এসেছে। জড়ো হয়েছে।’

    রোহিঙ্গাদের দেখতে গতকাল শনিবার দুপুরে ফেনীতে যাত্রাবিরতি করার সূচি ছিল খালেদা জিয়ার। ফেনীতে ঢোকার আগে চৌদ্দগ্রামের সীমানায় মোহাম্মদ আলী বাজারে হামলার মুখে পড়ে তার গাড়িবহর।

    খালেদা জিয়ার গাড়ি পেরিয়ে যাওয়ার পর একদল যুবক লাঠিসোটা নিয়ে হামলা চালালে গণমাধ্যমকর্মীদের বাহনসহ বহরের অন্তত ৩০ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সাংবাদিক পরিচয় দেয়ার পরও কয়েকজন গণমাধ্যমকর্মী মারধরের শিকার হন।

    এ সময় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ