Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার শেরপুরে কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফকর উদ্দিন (৫৪) ট্রাক ড্র্রাইভার নিহত হয়েছে ও এক জন আহত।
জানা যায় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা নওগাগামী শাহ ফতেহ আলী এসি কোচ (ঢাকা-মেট্রো-ব-১৫-১৮৫৬) বগুড়া থেকে ঢাকাগামী করতোয়া কুরিয়ার সার্ভিসের ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-৪৭০১) আজ সকাল ৮.৪৫ মিনিটে উপজেলার মির্জাপুর এলাকায় পৌছালে এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত ট্রাক ড্রাইভার বগুড়ার সদর থানার মুনফিজার রহমানের ছেলে ফকর উদ্দিন (৫৪) । এতে বগুড়া চকলোকমা নতুনপাড়া গ্রামের বাবুল আল মাহমুদ এর ছেলে কোচের সুপারভাইজার আঃ মোমিন জাহিদ (৩৫) আহত হয়।