যেভাবে রুক্ষ চুলের যত্ন নেবেন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


অনেকের চুল প্রাকৃতিকভাবেই রুক্ষ ও শুষ্ক হয়। এ ধরনের চুলের প্রয়োজন খানিকটা বাড়তি যত্ন । প্রাণহীন চুলের আগা ফেটে যাওয়া ও ভেঙে যাওয়ার মতো সমস্যা দূর করতে নিয়মিত নারিকেল তেল ব্যবহার করা জরুরি। এ ছাড়া ব্যবহার করতে পারেন ঘরোয়া হেয়ার প্যাক। জেনে নিন চুলের রুক্ষতা দূর করার জন্য কী কী করবেন-

    নারিকেল তেলের বিকল্প নেই : চুলের রুক্ষতা দূর করার জন্য নারিকেল তেলের বিকল্প নেই। নারিকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করুন চুল ও মাথার ত্বকে। সপ্তাহে কয়েকদিন ব্যবহার করতে পারেন এ তেলের মিশ্রণ। রাতে তেল লাগিয়ে সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

    চুল নরম করে দই : রুক্ষ ও শুষ্ক চুলের যত্নে দই ব্যবহার করতে পারেন। সপ্তাহে একদিন টক দই চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

    কন্ডিশনার ব্যবহার করুন : প্রতিবার শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না।

    ঠাণ্ডা দুধ দিয়ে চুল ধুয়ে নিন : সপ্তাহে একদিন ঠাণ্ডা দুধ দিয়ে ধুয়ে নিন চুল। এটি ভেঙে যাওয়া চুলের যতেœ অনন্য।
    অ্যালোভেরা জেল দূর করে চুলের রুক্ষতা
    বিবর্ণ চুলে অ্যালোভেরা জেল নিয়মিত ব্যবহার করলে কাজ হবে ম্যাজিকের মতো। অ্যালোভেরা জেল চুল ও মাথার তালুতে ঘষে ঘষে লাগিয়ে রাখুন সারারাত। পরদিন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

    প্রোটিন ট্রিটমেন্ট চাই নিয়মিত : চুলের যত্নে মাসে দুইবার প্রোটিন ট্রিটমেন্ট করানো জরুরি। পার্লার থেকে করিয়ে নিতে পারেন এই ট্রিটমেন্ট। চাইলে বাসায়ও ঘরোয়া প্যাক তৈরি করে নিতে পারেন। এজন্য ডিম, দই ও সরিষার তেল একসঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।
    তথ্য : টাইমস অব ইন্ডিয়া

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ