লাখ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন রাখা সম্ভব নয় : খালেদা জিয়া

নিউজ ডেস্ক.


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নির্যাতিত রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। রোহিঙ্গাদের তাদের স্বদেশে ফেরাতে হবে। বাংলাদেশ খুব গরিব দেশ। বাংলাদেশের পক্ষে লাখ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন রাখা সম্ভব নয়।

আজ সোমবার দুপুরে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের পাশে সরকারের যেভাবে দাঁড়ানোর কথা ছিল, সেভাবে তারা দাঁড়ায়নি। এমনকি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে ঠিকভাবে কূটনৈতিক তৎপরতা চালায়নি।’

মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, মানবতার স্বার্থে আপনাদের দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে। তাদের নিরাপত্তাসহ সকল নাগরিক অধিকার দিন। বর্ষা গেল, সামনে শীত আসছে। লাখ লাখ রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে ১১০ টন চাল, ৫ হাজার প্যাকেট শিশু খাদ্য ও ৫ হাজার প্রসূতি মায়ের খাদ্য তদরকারী সেনা কর্তৃপক্ষের কাছে দেয়া হয়েছে।

এর আগে দুপুরে খালেদা জিয়া মিয়ানমারের নিপীড়নে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিমদের শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও তাদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য কক্সবাজার সার্কিট হাউস থেকে উখিয়ায় পৌঁছান।

এর পর সেখানে খালেদা জিয়ার পক্ষ থেকে ৩৬ ট্রাক ত্রাণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আর বাকি ৯ ট্রাক ত্রাণের মধ্যে বিএনপি চেয়ারপারসন পালংখালী ইউনিয়নের ময়নারসেনা শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গাদের মধ্যে কিছু বিতরণ করেন। সেখান থেকে তিনি হাকিমপাড়া ও বালুখালীতে গিয়ে বাকি ত্রাণ বিতরণ করবেন।

কক্সবাজার সার্কিট হাউস থেকে উখিয়ায় যাওয়ার পথে বিপুলসংখ্যক নেতাকর্মী খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।

ত্রাণ বিতরণের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মইন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী জেলা বিএনপির সভাপতি শাহজাহান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

গত শনিবার সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সহায়তা উপলক্ষে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওনা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ