মানহানির মামলায় জিতলেন গেইল


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.


ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তারকা ক্রিস গেইল সোমবার অস্ট্রেলিয়ান মিডিয়া গ্রুপের বিরুদ্ধে মানহানির মামলায় জয় পেয়েছেন।

    ম্যাসাজ থেরাপি নেয়ার সময় গেইল তোয়ালে খুলে নিজের গোপনাঙ্গ লিয়ানি রাসেল নামে এক নারী থেরাপিস্টকে দেখিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল।

    অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স গ্রুপের কয়েকটি পত্রিকা এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় নিজের ভাবমূর্তি ক্ষুণ হয়েছে মর্মে আদালতে মামলা করেছিলেন গেইল।

    ফেয়ারফ্যাক্স মিডিয়ার সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ড, দ্য এজ এবং দ্য ক্যানবেরা টাইমস গত বছরের জানুয়ারিতে এ নিয়ে গেইলের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছিল।

    সিডনিতে ২০১৫ বিশ্বকাপের সময় এই ঘটনা ঘটেছিল বলে দাবি ফেয়ারফ্যাক্স মিডিয়া গ্রুপের। তবে এই অভিযোগের বিরুদ্ধে মানহানির মামলা করে জয় পান গেইল। ক্যারিবীয়ান এ তারকার দাবি তাকে ধ্বংস করতেই নাকি পিছনে লেগেছিল ফেয়ারফ্যাক্স মিডিয়া। ওই সময় গেইলের তোয়ালে খোলার ঘটনা অস্বীকার করেন তার সতীর্থ ডোয়াইন স্মিথও।

    নিউসাউথ ওয়েলসের আদালত গেইলের পক্ষে রায় দেয়। গেইল ফেয়ারফ্যাক্স মিডিয়া গ্রুপের আক্রোশের শিকার বলে জানায় অস্ট্রেলিয়া আদালত।

    আদালতের রায় শোনার পর গেইল বলেন, ‘অবশেষে আমি খুবই আনন্দিত। এটা খুবই আবেগী একটি মুহূর্ত। আমি দোষী নই।’

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ