সিরাজগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আব্দুল হালিম লাভলু, সিরাজগঞ্জ থেকে.


‘ক্রীড়া দেয় সুস্থ্য দেহ, সুন্দর মন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বিকেল সিরাজগঞ্জের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের এ টুর্ণামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা।

    এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ ইরতিজা আহসান, উপজেলা নির্বাহী অফিসার ইকবাল আখতার, সহকারি কমিশনার (ভূমি) নূসরাত আজমেরী হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ রেজাউল করিম তালুকদার, রায়গঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল পাঠান। উদ্বোবধনী খেলায় ধামাইনগর ইউনিয়ন বনাম ধানগড়া ইউনিয়ন অংশগ্রহণ করে এবং ট্রাই ব্রেকারে ৫-৪ গোলে ধামাইনগর ইউনিয়ন বিজয়ী হয়।

    উল্লেখ্য, উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভা ৫ ইভেন্টে অংশগ্রহণ করবে। পরে উপজেলার বিজয়ীদল জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ