খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন

নিউজ ডেস্ক.


রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আবেদন করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মশিউর মালিক।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে মামলার আবেদন করা হয়। বিচারক মামলার বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি যুক্তরাজ্য ভ্রমণের সময় লন্ডনে অবস্থানকালে বিভিন্ন হোটেলে বিভিন্ন দেশের অপশক্তিসহ পলাতক যুদ্ধাপরাধীদের সঙ্গে গোপন বৈঠক করে দেশ এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। বিশেষ করে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য আইএসের সঙ্গে ষড়যন্ত্র করেছেন।

এসব বৈঠক সম্পর্কে গত ২০ জুলাই যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যম এবং গত ২৭ জুলাই ও ২৮ জুলাই বাংলাদেশের সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে উল্লেখ করে মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও আবেদন জানানো হয়েছে।

এর আগে খালেদা জিয়া প্রায় ৩ মাস লন্ডনে অবস্থান করেন। গত ১৮ অক্টোবর তিনি দেশে ফেরেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ