ক্রীড়া ডেস্ক.
মাত্রই শেষ করলেন দক্ষিণ আফ্রিকা সফর। সফরটি খুব বিষাদে গেলেও সেটিকে ভুলতেই কি হঠাৎ করে এই সিদ্ধান্ত। জীবনের নতুন ইনিংস শুরু করলেন তিনি। মঙ্গলবার রাতেই বিয়ের কাজটি সেরে ফেললেন তিনি।
দক্ষিণ আফ্রিকা সফর শেষে সোমবার দেশে ফেরেন তাসকিন আহমেদ। পরদিনই বসলেন বিয়ের পিঁড়িতে। কনে সৈয়দা রাবেয়া নাঈমা। তাসকিনের দুলাভাই তানভীর খান উজ্জ্বল বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন একটি বেসরকারি টিভি চ্যানেলকে।
তাসকিনের স্ত্রী রাবেয়া নাঈমা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ(এআইইউবি)-এ পড়াশোনা করছেন। এই বিশ্ববিদ্যালয়ে তাসকিনও স্নাতক করছেন।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিনের বাবা বলেন,‘আপাতত কাছের মানুষজন ছাড়া কাউকে জানানো হয়নি। সামনে সময় বের করে অনেক বড় অনুষ্ঠান করা হবে।’ তাসকিনের শুভদিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন তার বাবা, ‘আমার ছেলে আজ নতুন জীবন শুরু করেছে। সবাই তাসকিনের জন্য দোয়া করবেন।’
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে ঘরোয়া পরিবেশে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বছর খানেক আগেই ঘরোয়াভাবে তাসকিন-নাঈমার আংটি বদল অনুষ্ঠিত হয়। তবে বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র তাসকিন আহমেদের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

