কাজীপুরে বিষাক্ত মদ পানে ২ জনের মৃত্যু

কাজীপুর প্রতিনিধি.


সিরাজগঞ্জের কাজীপুরে বিষাক্ত বাংলা মদ (রেকটিফাইড স্পিরিট) পানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরা হলেন কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছী গ্রামের জয়নালের পুত্র মতিউর রহমান মতি (৪৫) ও গান্ধাইল ইউনিয়নের খুকশিয়া গ্রামের ইয়ার বক্সের পুত্র বেলাল হোসেন (৫০)।

মঙ্গলবার রাতে গান্ধাইল ইউনিয়নের পশ্চিম খুকশিয়া গ্রামে নিজ বাড়িতে বেলাল হোসেন এবং বুধবার সকালে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মতির মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হক বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মতিউর রহমান মতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য বাবু জানান, মঙ্গলবার বিকেলে সোনামুখী বাজারে মতি ও বেলালসহ বেশ কয়েকজন বাংলা মদ পান করে। বাড়ীতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় মতিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

গান্ধাইল ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, বেলাল ও মতিরা মাদকাসক্ত ছিলেন। তবে মদ খেয়ে তাদের মৃত্যু হয়েছে কিনা জানিনা।
কাজীপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সমিত কুন্ডু জানান, দুইজনের মৃত্যু হয়েছে শুনেছি। কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ