কারিমুল হাসান লিখন.
বগুড়ার ধুনটে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভরনশাহী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সপ্তাহের ১ম পর্যায় অনুষ্ঠিত হয়। জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ২০১৭’র ১ম পর্যায় ৪ নভেম্বর থেকে ৯ নভেম্বর ও ২য় পর্যায় ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর ঘোষনা করা হয়েছে।
১ম পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভরনশাহী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা।
এসময় আরও উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, ধুনট উপজেলঅ শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, ভরনশাহী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর রেজাউল করিম, স্বাস্থ্য পরিদর্শক জহুরুল ইসলাম, ইপিআই রুহুল আমীন প্রমুখ।

