Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাদের খুনিদের অনেকের অবস্থান সম্পর্কে সরকার অবগত রয়েছে। তাদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে জাতীয় গ্রন্থ কেন্দ্রে আওয়ামী সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ৩ নভেম্বর জেল হত্যা ও ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা হত্যা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং আমিসহ সচিবদের নিয়ে একটি কমিটি রয়েছে। সেই কমিটির মাধ্যমে আমরা সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর খুনিরা যে যেখানেই আছে তাদের ফিরিয়ে আনার জন্য। আমরা প্রায় সবারই লোকেশন জানি।’
তিনি বলেন, ‘যে সব দেশে এই খুনিরা পালিয়ে আছে আমরা সেসব দেশের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আনুষাঙ্গিক কাজগুলো করে যাচ্ছি। আশা করি সবাইকে দ্রুত ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে পারবো।
এছাড়া, অস্ট্রেলিয়া সরকার কর্তৃক সে দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি প্রসঙ্গে তিনি বলেন, কোন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তারা এই সতর্কতা জারি করলেন আমাদের তা জানা নেই। বাংলাদশের পুলিশ, গোয়েন্দা বাহিনীসহ সকল নিরাপত্তা বাহিনী সতর্ক, সচেষ্ট রয়েছে। ঢাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি কমিটির সম্মেলন চলছে। তাই সবাই সতর্ক রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ান গোয়েন্দা সংস্থা ও আমাদের গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্যের আদান প্রদান হয়।
তিনি আরো বলেন, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী অত্যান্ত চৌকস, অত্যান্ত দক্ষ। তারা দেশ প্রেমে উদ্বুদ্ধ। তারা কখনো নিজ রক্ত দিয়ে দেশকে রক্ষা করতে পিছু হঠেন না। তাই এ ধরনের সতর্কতা জারির মূল কারন জানার চেষ্টা চলছে।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ জঙ্গীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাই এক। কাজেই এই ধরণের ষড়যন্ত্র করলে তার উপযুক্ত বিচার জনগণই করবে।,
আইনশৃঙ্খলা বাহিনী দেশের সবাইকে নিরাপত্তা দেয়ার জন্য সব সময় চোখ কান খোলা রাখে। কাজেই কোন অ্যালার্ট জারি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
আয়োজক সংগঠনের সভাপতি ইসমত কাদির গামার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ শরীফ প্রমুখ।