Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীর এ্যামিরাটস প্যালেসে আবুধাবীর যুবরাজ শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এর আমন্ত্রনে TEACHING FOR TOMORROW শীর্ষক অনুষ্ঠানে বিশ্বসেরা শিক্ষক শেরপুর উপজেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং শেরপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহনাজ পারভীন।
শাহনাজ পারভীন টিচিং ফর টুমরো ”শীর্ষক অনুষ্ঠানের আমন্ত্রীত অতিথিী হিসেবে যোগদানের জন্য ৫ অক্টোবর যাত্রা শুরু করেন এবং ৬ অক্টোবর ভোর বেলায় আরবআমিরাতের আবুধাবির আমিরাত টাওয়ার এ পৌছেন। সেখানে বিশ্রাম নেওয়ার পর সকাল ১১ টায় VTA এর সদস্য শিক্ষকদের মধ্য থেকে ৬৭টি দেশের আমন্ত্রিত শিক্ষকদের নিয়ে V.A.E HERTTAGE VILLAGE পরিদর্শনে যাওয়া হয়। সেখানে পরিদর্শন করা হয় হস্ত শিল্প, মরুভ’মির জীবন যাপন পদ্ধতি, সাগর এছাড়াও পার্শবর্তী গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো। এর পর রাত্রীতে চলে আমন্ত্রীত অতিথিদের নিয়ে নৈশ ভোজ উৎসব। পরদিন অর্থাৎ ৭ অক্টোবর অক্টোবর শুরু হয় মুল অনুষ্ঠান। সকাল ৮ টায় এমির্যাটস প্যালেসে কনফারেন্সে অংশগ্রহন। অনুষ্ঠানের উদ্ভোদন করেন আবুধাবির যুবরাজ শেখ মুহাম্মদ বীন জায়েদ আল নাহিয়ান। এর পর ক্রমান্বয়ে আগামি দিনের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন উপস্থিত বক্তরা। তাদের মধ্যে ছিলেন আরবআমিরাতের শিক্ষামন্ত্রী ইসমাইল ইব্রাহীম আল হামদী, গণ শিক্ষামন্ত্রী জামিলা বিনতে সেলিম আল বুখারি ও অ্যামেরিকার ডেলিগেট ডঃ মাইকেল বরবা সহ বিভিন্ন দেশ থেকে আগত ডেলিদেটসরা। তারা আলোচনা করেন আগামি দিনের শিক্ষাব্যবস্থা কেমন হবে এবং শিক্ষা ব্যবস্থা কিভাবে সহজতর করা যায় কি কি উপকরনের মাধ্যমে শিক্ষা প্রদান করা যায় সে বিষয় নিয়ে।
আলোচনার মূল লক্ষ হিসেবে বক্তারা ডিজিটাল টেকনোলজির মাধ্যমে নতুন নতুন শিক্ষা পদ্ধতি উদ্ভাবন ও এর প্রয়োগের দিকে গুরুত্ব আরোপ করেন। এর মধ্য দিয়ে সরারা বিশ্বের শিক্ষকদের সহযোগীতা করা হয় যেন শিক্ষাথীরা আগামি দিরে নতুন শিক্ষা পদ্ধতির সুযোগ গ্রহন করতে পারে। অনুষ্ঠানটি বেশ কয়েকটি বিভক্ত হয়ে দিনব্যাপি চলে।
এরই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর চলে আমন্ত্রীত শিক্ষকদের নিয়ে মডেল ক্লাস, মিডিয়া উপস্থাপন, মাষ্টার ক্লাস। এর পর আরব আমিরাতের সবচাইতে বড় মসজিদে শেখ জায়েদ মসজিদ পরিদর্শন এবং নৈশভোজে অংশগ্রহন করে সকলে।
গত ৯ অক্টোবর হামাদ বীন জায়েদ স্কুল পরিদর্শন । স্কুলটির বৈশিষ্ঠ্য হলো এখানে সকল ধরনের শিক্ষা হাতে কলমে দেওয়া হয়্ যেমন ট্রাফিক সিগন্যাল শেখানোর জন্য সেখানে রাস্তা এবং গাড়ির ব্যবস্থা রয়েছে। এছাড়াও সাঁতার, খেলাধূলা, কেরাতে ইত্যাদি শেখানো হয়। স্কুলটি পরিদর্শনের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
উল্লেখ্য শিশু-কিশোরদের শিক্ষা নিয়ে ব্যতিক্রমধর্মী কাজের জন্য ইউনেসকোর মনোনয়নে বিশ্বের ১৭৯টি দেশের বিশ হাজার আবেদনকারীর মধ্য থেকে সেরা পঞ্চাশের ‘গ্লোবাল টিচার পুরস্কার’ অর্জন করেছিলেন এই শিক্ষক। মধ্যপ্রাচ্যভিত্তিক ভারকি ফাউন্ডেশনের কাছ থেকে ২০১৭-এর ১৯ মার্চ এ পুরস্কার পাওয়ার আগে ২০০৯-১০ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা এবং ২০১৩ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নারী শিক্ষিকা হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকেও পুরস্কার গ্রহণ করেন।