বাংলা সাহিত্যের নবজাগরণ কবি মু‌ন্সি দরুদ মহম্মদ ও‌য়েছ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

লিখেছেন : মুহাম্মদ ইয়াকুব


☞ ক‌বি মু‌ন্সি দরুদ মহম্মদ ও‌য়েছ ১৯৯৪ সা‌লে প‌শ্চিমব‌ঙ্গে জন্মগ্রহণ ক‌রেন । বাবা – মহম্মদ ওয়া‌রেস একজন বিখ্যাত সা‌হি‌ত্যিক হওয়ার সুবা‌ধে অল্প বয়স হ‌তেই লে‌খালে‌খির সূচনা ।

    এই তরুণ ক‌বি একজন কথা সা‌হি‌ত্যিকও ব‌টে । কু‌য়ে নদীর তী‌রে জন্মগ্রহণ করায় এই নদীর প্র‌তি র‌য়ে‌ছে ক‌বির গভীর ভালবাসা । ক‌বির সৃষ্ট কর্ম ও কৃতিত্বে এই ভালবাসার প্রকাশ লক্ষণীয় । এই তরুণ ক‌বি নিয়‌মিত প্রকা‌শিত হ‌য়ে আসা ‌নি‌জের প্র‌তি‌ষ্ঠিত সা‌হিত্য বিষয়ক মা‌সিক প‌ত্রিকা “কু‌য়ে বল‌ছে” সম্পাদনা ক‌রে আস‌ছেন ।
    কু‌য়ে নদীর প্র‌তি কবির ভালবাসার গভীরতা পরখ করা যায় কু‌য়ের প্র‌তি মা’র মমতায় র‌চিত ক‌বিতায় : –

    “কুয়ে বুক চিরে বাড়ি ফিরে

    মা কোলে মাথা রাখি আমি”
    কবি কখনও তার কবিতায় মানব জীবনকে স্পোকযুক্ত সাইকেল চাকার সাথে উল্লেখ করছেন ঠিক এমন ভাবে “জীবন স্পোকযুক্ত সাইকেল চাকা” আবার কবির কল্পনায় “মৃত্যু এক উড়োফোন ব্যথা” কবি সব সময় কবিতার গভীর অন্তরে প্রবেশ করেছেন ।
    বহু‌ বিবাহ এখন সামা‌জিক রো‌গে প‌রিণত হ‌য়ে‌ছে । বহু স্বাদ বা বহু সুখ উপল‌দ্ধি কর‌তে যারা বহু বিবা‌হে উৎসা‌হী তা‌দের উ‌দ্দে‌শ্যে ক‌বির ব্যঙ্গ হু‌শিয়ারী : –

    “একটা নয়, ডজন ক‌রো বি‌য়া

    বৌ’র আদর পা‌বে ঝাটা দিয়া ।”
    কবির ক‌বিতার সরল কিন্তু সরস এক‌টি উ‌ক্তি :-

    “আ‌মি জ‌লে আগুন জ্বালাই ।”
    ‌রোমাঞ্চকর ভাব প্রকা‌শেও ক‌বি সমান দক্ষ :-

    “‌মিল‌মিশ কাল হিটার মত

    ইউ‌নিট টা‌নে তোমার গুহা ।”
    ‌বিরহ প্রকা‌শে দারুণ পটু ক‌বির ক‌বিতাংশ :-

    “জীবন চাকা, মন চাকা ঘু‌রে যায়

    ভালবাসা আগু‌নে মন পু‌ড়ে যায়।”
    পথশিশুদের প্রতি কবির গভীর ভালোবাসা :-

    ” পথ শিশু পথের মালিক

    পথ যদি তারা করে অবরোধ

    চলতে পারব কি আর ?”
    কি আশ্চর্য কবির চিন্তা ! সত্যিই পথ শিশুরাই আমাদের চলন্ত পথের মালিক, তারা পথ অবরোধ করলে আমাদের পথ চলা স্তব্ধ হয়ে যাবে । পথ শিশুরাও সংগ্রামী তাদেরও সুন্দর জীবন ও ভালোবাসা রয়েছে । এই তরুণ কবির অসংখ্য লিটিল ম্যাগাজিন ও দৈনিক পত্রিকায় লেখা প্রকাশ হয়ে থাকে । কবি শুধু কবিই নয় একজন রোমান্টিক প্রেমিক কবি এবং সংগ্রামী সম্পাদক ।

    “দশ টাকার দুঃখ”, “প্রেম ক্যা‌লেন্ডা‌রে ক‌বিতা তু‌মি” ক‌বির প্রকা‌শিত কাব্যগ্রন্থ । “দু‌শ্চি‌ন্তিত ভ‌বিষ্যৎ” ক‌বির সম্পা‌দিত কাব্যগ্রন্থ । এছাড়াও ক‌বির প্রকা‌শিত বেশ ক‌য়েক‌টি যৌথ কাব্যগ্রন্থ র‌য়ে‌ছে । ক‌বির প্র‌তি শুভ কামনা । বেঁচে থাকুন যুগ হ‌তে যুগান্তর ।

    মুন্সি দরুদ মহম্মদ ওয়েছ -এর দুটি কবিতা

    লাল পরি

    মুন্সি দরুদ মহম্মদ ওয়েছ
    কবিতা বাগানে অনেক কবিতা দেখেছি

    তোমার মতো লাল কবিতা দেখি নাই

    কবিতা বাগানে অনেক টিয়া দেখেছি

    তোমার জবা ঠোঁটের টিয়া দেখি নাই

    কবিতা বাগানে অনেক পরি দেখেছি

    তোমার মতো লাল পরি দেখি নাই

    কবিতা বাগানে চুলকেলি পরি দেখেছি

    তোমার মতো পরির চুলকেলি দেখি নাই

    কবিতার বাগানে পরির চোখ দেখেছি

    তোমার মতো পরির চোখ দেখি নাই

    সত্যি বলছি,

    তোমাকে দেখে মনে হচ্ছে লাল পরি

    কবিতার বাগানে তোমার হবে মন চুরি ।

    _________

    রাজপরি
    মুন্সি দরুদ মহম্মদ ওয়েছ
    তুমি দেখা দিলে মানুষ রূপে

    জীবন্ত পরি মনে হলো

    শুধু পরি নয়

    স্বপ্নে দেখা রাজপরি ।

    কখনো লাল লাল পাখনা

    মেলে উড়ে বেড়াও

    আবার দাও লালচে বাতাস ।

    কবিতার খাতায়, মনের পাতায়

    তোমার রূপকথা লিখলাম ।

    তাও মানুষ মনে হলো না ।

    তুমি পরি নও রাজপরি ।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ