কারিমুল হাসান লিখন.
বগুড়ার ধুনটে স্বামীর নির্যাতনে নুর মহল (২৬) নামের এক গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
রবিবার দিবাগত রাতে তাকে শারিরিক নির্যাতন করা হয়। নির্যাতিত গৃহবধূর বড় ভাই জয়নাল মন্ডল জানান, প্রায় ১০-১২ বছর আগে উপজেলার পাঁচথুপী গ্রামের নুর ইসলাম মন্ডলের মেয়ে নুর মহলের সাথে একুই উপজেলার গোপাল নগর গ্রামের সেজাব উদ্দিনের ছেলে আল আমিন মিস্ত্রীর সাথে রাষ্ট্রীয় ভাবে রেজিষ্ট্রি করে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ হয়।
তাদের সংসারে ৭ বছর বয়োসি এক ছেলে ও ৪ বছর বয়োসি এক মেয়ে আছে। বিবাহের কিছুদিন পর থেকে টাকা পয়সা দেনদেনকে কেন্দ্র করে প্রায়ই আমার বোনকে শারিরিক ও মানসিক নির্যাতন করে। সম্প্রতি জমি ক্রয়ের জন্য টাকা চেয়ে আমার বোন নুর মহলের মাধ্যমে খবর দেয়। আমি বড় ভাই হিসেবে চল্লিশ হাজার টাকা আমার বোন জামাই আল আমিনকে পৌঁছে দেই। টাকাটা কিছু দিনের মধ্যে ফেরত দেবার কথা থাকলেও টাকা ফেরত না দিয়ে আবারও টাকার দাবি করে।
এ নিয়ে আমার বোনের সাথে নানাভাবে অশুভন আচারন করতে থাকে। নির্যাতিত গৃহবধূ নুর মহল জানায়, টাকা পয়সা জনিত কারনে রবিবার রাতে আমাকে শারিরিক আঘাত করে। এতে আমি গুরুতর অসুস্থ্য হলে সোমবার সকালে ধুনট হাসপাতালে চিকিৎসার জন্য ধুনট হাসপাতালে আসি। নারী নির্যাতন হিসেবে থানায় অভিযোগ করা হবে বলে জানান গৃহবধূর বড় ভাই জয়নাল মন্ডল।

