শেরপুরে এ্যাপেক্স ক্লাব অব করতোয়ার জেলা-৭ শ্রেষ্ঠ সভাপতি সোহেল রানাকে সংবর্ধনা প্রদান

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


বগুড়ার শেরপুরে এ্যাপেক্স ক্লাব অব করতোয়া ক্লাব নং-৬৮ এর সভাপতি সোহেল রানা জেলা-৭ এর শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাপেক্স ক্লাব অফ করোতোয়ার উদ্দ্যোগে গত রবিবার রাত্রি ৮ টায় সাউদিয়া এ্যারাবিয়ান নাইটস হলরুমে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জজ কোড এ্যাড. গোলাম সারোয়ার উলকা, বিশেষ অতিথি, সত্ত্বাধীকারী শেরপুর সৈয়দা কমপ্লেক্স সিরাজুল ইসলাম, এ ছাড়াও উপস্থিত ছিলেন, এ্যাপেক্স ক্লাব অফ করোতোয়া সদস্য হারুন অর সিদ্দিক কামাল, রাহুল আলম লিমন, এহসানুল কবির বাবু, সাইফুল ইসলাম লিপু, আব্দুল ওয়াহিদ সাহ, আশরাফুল আলম হিরা, রাশেদুল ইসলাম, এ্যাড. হাসান বারী, সৈকত প্রমূখ। শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ সোহেল রানা বলেন, মহান আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন এজন্য আমি আল্লাহর নিকট কৃতজ্ঞ। আমি সকলের নিকট দোয়া কামনা করছি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ