শেরপুরে ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


শেরপুরের মহিপুর ও ফুলবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে শেরপুর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসিও পুলিশ সুত্রে জানা গত (০৫ নভেম্বর) সোমবার রাত ৯ টার দিকে শেরপুর থানার এসআই সামছুজ্জোহার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ফুলবাড়ী কসাইপাড়া গ্রামের বাচ্চু শেখের ছেলে আব্দুল বাছেদ শেখ (৩৫) কে আটক করে। এ সময় বাড়ীতে তল্লাশি করে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে উপজেলার মহিপুর পিসি ভাটা এলাকায় এসআই পুতুল মোহন্ত অভিযান চালিয়ে শিবগঞ্জ থানার নগরকান্দা গ্রামের মৃত ছোলেমান এর পুত্র মোঃ সাহান ওরফে শাহিন (২০) ও বগুড়ার রেল কলোনী গ্রামের মৃত ইসলামের ছেলে মোঃ মোমিন (১৯) আটক করে।

এ সময় তাদের নিকট থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় দুটি পৃথক মামলা দায়ের হয়েছে। মামলা নং ৪ ও ৫।

ইন্সপেক্টর তদন্ত বুলবুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ