ধুনটে সরকারী রাস্তা দখল করে বাড়ী নির্মাণ, পথচলাচল বন্ধ

কারিমুল হাসান লিখন, ধুনট.

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হাঁসখালী গ্রামে রেকর্ড ভুক্ত সরকারী রাস্তা দখল করে বাড়ী নির্মাণ করা হয়েছে। ফলে চলাচলের জন্য সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। প্রায় ৩ বছর যাবৎ এ দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বসবাসরত জনগনের। উল্লেখ্য যে, ধীরেন্দ্র নাথ সরকার (কুরান) কর্তৃক অবৈধ ভাবে সরকারী রাস্তা দখল, গাছ কর্তন, বিষয়ে গত ১৩/০৮/২০১৫ ইং মোতাবেক বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা ভুমি অফিস সার্ভেয়ার বরাবর তদন্ত করতে আদেশ জারি করেন। পরবর্তিতে ১৬/০৮/২০১৫ ইং মোতাবেক রবিবার উপজেলা সার্ভেয়ার তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তদন্ত রিপোর্ট দাখিল করে। দাখিলকৃত তদন্ত রিপোর্টে উল্লেখ থাকে যে, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর মৌজা ১ এর খতিয়ান ভুক্ত ২৪২৭ নং দাগের রাস্তাটি দির্ঘদিন যাবৎ সম্পুর্ণ অবৈধ ভাবে ভোগ দখল করে আসছে। তথায় কাঁঠাল, বেল, বড়ই, পিতরাজ ,সজিনা লাগানোসহ ০১ শতাংশ জায়গা নিজ ঘরের মধ্যে দখল করেন ধীরেন্দ্র নাথ সরকার। পরবর্তিতে রাস্তার উত্তর পাশদিয়ে মানুষের অনুপ্রবেশ শুরু হলে উত্তর পার্শ্বে ২৪১৯, ২৪২০ নং দাগ এর মালিক অনুপ্রবেশ জমির উপরে ঘর নির্মান করেন।
সম্প্রতি ২৮/০৪/২০১৬ ইং মোতাবেক শুক্রবার সরজমিনে দেখা যায়, ২৪২৭ দাগের এই রাস্তাটি চৌধুরী কলা বিলে চলাচলের জন্য পশ্চিম পার্শ্বের প্রামানিক পাড়াসহ সকলের একমাত্র রাস্তা। সরকারী এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়াসহ অবৈধভাবে দখল হওয়ায় প্রামানিকদের চলাচলে বিঘ্ন হচ্ছে। যার প্রেক্ষিতে রাস্তার পুর্ব পার্শ্বে প্রামানিক পাড়ার নিকট আত্বীয় ও প্রতিবেশি মোঃ ছইমুদ্দিন প্রামানিক নিজবাড়ীর সামনের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে। ছইমুদ্দিন প্রামানিক ও ওয়ার্ড চেয়ারম্যান চায়না খাতুন ও তার স্বামী আব্দুর রহিম প্রামানিক বলেন, ছইমুদ্দিন রাস্তার উপর যে বাঁশের বেড়া দিয়েছে মুলত সেটা রাস্তা নয়। রাস্তাটি বর্তমান রাস্তা থেকে একটু পশ্চিম দিকে। আব্দুর রহিম প্রামানিক বলেন, ধীরেন্দ্র নাথ সরকার যদি সরকারী রাস্তা দখলসহ বন্ধ করে আমাদের চলাচলের বিঘ্ন ঘটাতে পারে তাহলে আমরা কেন নিজ সম্পত্তির উপর বেড়া দিয়ে চলাচলে বিঘ্ন ঘটাতে পারবোনা। তিনি আরও বলেন, প্রায় ৩ বছর যাবৎ এই সমস্যা সমাধানের জন্য বেশ কয়েক বার মিটিং হবার পরেও কোন সমাধান না হওয়ায় গত ২৫/০৪/২০১৭ ইং মোতাবেক মঙ্গলবার নিজ জায়গায় বাঁশদিয়ে বেড়া দেয়া হয়।
শেষ খবর লেখা পর্যন্ত সরকারী রাস্তা দখলমুক্ত ও সৃষ্ট সমস্যা সমাধানে পথের অপেক্ষায় ভুক্তভোগিরা।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ