কারিমুল হাসান লিখন.
বগুড়ার ধুনটে স্কুল ছাত্রী অপহরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত স্কুল ছাত্রী (১৩) উপজেলার ভান্ডারবাড়ী গ্রামের সাহেব আলীর মেয়ে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে স্কুল ছাত্রীর বাবা সাহেব আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, অপহৃত স্কুল ছাত্রী ভান্ডারবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করে। বিদ্যালয়ে যাওয়া আসার পথে পরিচয় গোপন করে পাশ্ববর্তী রঘুনাথুর গ্রামের নবির উদ্দিনের ছেলে দুই সন্তানের জনক মহাতাব উদ্দিন স্কুল পড়ৃয়া ছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্যাক্ত করে আসছিল।
সোমবার সকালে স্কুল ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে বিয়ের প্রলোভন দেখিয়ে মহাতব উদ্দিন সহ ২/৩ জন তাকে সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যায় বলে জানান ছাত্রীর বাবা সাহেব আলী।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

