রাজশাহীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক.

রাজশাহীর মোহনপুর উপজেলায় মনসুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মনসুরের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। মনসুর উপজেলার তাহেরপুর পাকুড়িয়া গ্রামের মৃত শ্রিবতনী আলীর ছেলে।
মোহনপুর থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, সকালে বাড়ির পাশের একটি আম গাছের ডালে মুদি দোকানী মনসুরের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।
ওসি বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে মনসুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। তবে তার অ-কোষে কিছুটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মনসুর হত্যাকাণ্ডের শিকার কিনা তা আমরা নিশ্চিত না। এ জন্যই লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।’ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ