মুন্সি দরুদ মহম্মদ ওয়েছ -এর তিনটি অনু-কবিতা

ভালোবাসা

মুন্সি দরুদ মহম্মদ ওয়েছ

প্রতিদিন দাড়ি কাটা ব্লেড জমিয়ে রাখি

যদি কখনও নিজের মন কাটতে ইচ্ছে হয়

ভালোবাসতে পারিনি

সে ভালোবাসেনি ।

ভালোবাসার অভিনয়ে ভালোলাগা,

ব্লেডের গা বেয়ে জমা ভালোবাসা গড়ে

সত্যিই ভালোবাসা যেন ব্লেড ।
——
মৃত্যু

মুন্সি দরুদ মহম্মদ ওয়েছ

হয়তো আমি বেশি দিন না বাঁচতে পারি

আমি যুদ্ধ করতে করতে মরবো,

আমি মরতে মরতে যুদ্ধ করবো,

হয়তো আমি অল্প দিনেই মরে যেতে পারি ।

——

মুখ

মুন্সি দরুদ মহম্মদ ওয়েছ

আয়নার সামনে আমি

আমার সামনে আয়না ।

কলঙ্কিত মুখ দেখতে চাই না ।

আয়নাতে লুকিয়ে দেবো কলঙ্কিত মুখ

আয়নার ওপারে আমার আত্মার মুখ ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ