Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
আশুলিয়ায় এক ব্যক্তিকে ‘জিম্মি’ করে মুক্তিপণ আদায়ের সময় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ডিবি পুলিশ পরিচয়দানকারী ৩ জনকে আটক করা হয়েছে।
আজ বুধবার ভোরে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও এর চালককেও আটক করে পুলিশ।
আটক সহকারী উপপরিদর্শকের নাম মকবুল হোসেন। তিনি আশুলিয়ার শিল্প-পুলিশ-১-এ কর্মরত ছিলেন। বাকি ৩ জনের মধ্যে একজন নারী, অপর ২ জন পুরুষ। মূলত তারা সহকারী উপপরিদর্শক মকবুল হোসেনের সহযোগী হিসেবে কাজ করে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আওয়াল জানান, শিল্প পুলিশের এএসআই মকবুলের সহায়তায় চক্রটি পুলিশ পরিচয়ে গ্রেফতার-বাণিজ্য পরিচালনা করত। তারা নিরীহ মানুষকে গ্রেফতার করে মাইক্রোবাসে তুলে ছেড়ে দেয়ার বিনিময়ে অর্থ হাতিয়ে নিত। এ ছাড়া পুলিশের তল্লাশি ফাঁড়ি বসিয়ে ছিনতাই করত। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।