Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.
সিরাজগঞ্জের কাজীপুরে কবি রফিকুল ইসলাম রচিত ব্যথার কমল কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘাই ইইউআই উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন ও কবিকে ক্রেস্ট প্রদান করেন কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার।
কাজিপুর সাহিত্য পরিষদের সকহ সভাপতি ফজলুল হক মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি আনোয়ার হোসেন, কাজিপুর সরকাারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রিয় কমিটির কার্য নির্বাহী সদস্য ও কাজিপুর উপজেলা শাখার সভাপতি গীতিকার ও সুরকার আলহ্জা শাহ আলম, বসুন্ধরা গ্রুপের এজিএম এস্টেস আমিনুল ইসলাম, জাসদ উত্তর ঢাকার সভাপতি আলমগীর হোসেন। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন সাহিত্য পত্রিকা মাসিক কৌমুদ এর সহকারি সম্পাদক প্রভাষক আবদুল জলিল।
স্বাগত বক্তব্য রাখেন কাজিপুর সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক কবি ও ছড়াকার সাইফুল ইসলাম পলাশী। সহকারি শিক্ষক শফিক শাওন ও আব্দুল লতিফ মির্জার সঞ্চালনায় অনুষ্ঠানে কবি রফিকুল ইসলামের কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কবি ও কৃষিবিদ আব্দুর রাজ্জাক, প্রভাষক ও কবি হুসনে আরা আরজু, সাইফুল ইসলাম নাবিল, ধুনটের ইতিহাস গ্রন্থের রচয়িতা গবেষক আব্দুর রাজ্জাক, শেরপুর সাহিত্য চক্রের কবি ও গবেষক অধ্যক্ষ মিজানুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল বাকী, কবি শাকিল মাহমুদ, কবি ও সাহিত্যিক রাশেদ রেহমান, কবি শাহ আলম, ইতিহাস লেখক আল মাহমুদ সরকার জুয়েল, কবি তনয়া নাজমুন্নাহার রিপা প্রমূখ।