কারিমুল হাসান লিখন.
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের বিশিষ্ট সফল ব্যাবসায়ী মোসলেম উদ্দিন প্রামানিক (৬৩) এর মুত্যু হয়েছে। মৃত মোসলেম উদ্দিন সরুগ্রামের মৃত মোনছের আলী প্রামানিকের ছেলে।
মুত্যুর প্রায় তিন মাস আগে থেকে কিডনি ও ডায়াবেটিস জনিত কারনে অসুস্থ হয়ে পরেন। দির্ঘদিন বিভিন্ন স্থানে চিকিৎসার পর বৃহস্পতিবার বিকেল ৩ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে শেষ নিশ্বাঃষ ত্যাগ করেন। তিনি ২ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি ছাত্র জীবনে দশম শ্রেনী থেকে ব্যবসায়ীক কজে জড়িয়ে পড়েন।
তিনি অসুস্থ হবার পুর্ব মুহুর্ত পর্যন্ত বিভিন্ন সময় নানা ধরনের ব্যবসা করতেন। ধান, মরিচ, পাটসহ নানা উৎপাদন সংশ্লিষ্ট উপকরনের ব্যবসা করায় এলাকায় তার পরিচিতি ছিলো অনেক। তার ব্যবসায়ীক সুনাম ও চারিত্রিক মাধুর্যতার কারনের শুক্রবার তার জনাযায় অত্যাধিক লোকের সমাগম হওয়ায় ২য় বার আবারও জানাযা অনুষ্ঠিত হয়। হাফেজ আব্দুল্লাহ আল মুতি এর ইমামতিতে মৃতের জানাযাহ সমাপ্ত হয়।
জানযায় সমাবেশে বক্তব্য রাখেন ধুনট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন। তিনি তার বক্তব্যে মৃত্যের ব্যবসায়ীক পরিশ্রমের গুনগানসহ রূহের মাগফেরাত কামনা ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় আরও বক্তব্য রাখেন, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জুলফিকার আলী মাষ্টার, সরুগাম হাফেজিয়া মাদরাসার সভাপতি হাফিজার রহমানসহ স্থানীয় বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও মৃতের শ্যালক ফরায়জুল হক, উপজেলা ছাত্রদল সভাপতি মোহাম্মাদ আলী জন, রফিকুল ইসলাম অপু, জাফরউল্ল্যাহ মাষ্টার, তফিজ উদ্দিন মাষ্টার, আব্দুস ছালাম মাষ্টার প্রমুখ।

