শেরপুরে চুরির অপবাদ দেয়ায় গৃহবধুর আত্মহত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


বগুড়ার শেরপুরে বিশালপুর গ্রামে চুরির অপবাদ দেয়ায় গত শনিবার সন্ধ্যায় নিজ ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে তুলশী রানী(৩৮) নামের এক গৃহবধুর আত্মহত্যা’র খবর পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের বিশালপুর গ্রামের হিন্দু পাড়ায় অনিল চন্দ্র সরকারে স্ত্রী তুলশী রানীর সাথে একই গ্রামের সাবেক মেম্বর নিরেন চন্দ্রের স্ত্রীর সাথে চুরি জনিত ঘটনায় ৪/৫দিন পূর্বে ঝগড়া হয়। এ বিষয় নিয়ে রবিবার শালিশী বৈঠকের ব্যবস্থা করে গ্রাম্য মাতব্বররা। এদিকে বৈঠকের পূর্বেই পরিবারের সকলের চোখ ফাঁকি দিয়ে তুলশী রানী তার নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে তার স্বামী অনিল জানিয়েছেন।

এ ব্যাপারে ঘটনাস্থলে গিয়ে তুলশীর লাশ সৎকারের ব্যবস্থা করে দেন এবং ইউডি মামলা হয়েছে বলে শেরপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক(এসআই) আব্দুল গনি জানিয়েছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ