Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার শেরপুরর মির্জাপুর গ্রামের কয়েকজন কৃষকের আবাদি জমিতে গ্যারেজের ময়লা, মুরগীর বিষ্টা মিশ্রিত পানি ফেলার কারনে ধান নষ্টের অভিযোগ উঠেছে সুলতান সরকার, খোরশেদ আলম আলো বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকেরা কয়েক দিন আগে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়নি চেয়ারম্যান।
জানাযায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত জহির উদ্দিন সরকার ছেলে মোঃ অবির উদ্দিন সরকার,অজুর উদ্দিন সরকারের ছেলে মোঃ মাজেম উদ্দিন সরকার, মৃত মোল্লা বক্স সরকারের ছেলে রহিম উদ্দিন সরকার, মৃত জলিল মুন্সির ছেলে মোঃ ইব্রাহিম মুন্সির পৈত্রিক সম্পতি বিদ্যাপাড় এলাকায় মির্জাপুর মৌজার ৮০৫,৮০৭,৮০৮,৮০৯,৮১২ নং দাগে সাড়ে ১৮ বিঘা জমিতে ধানসহ বিভিন্ন ধরনের আবাদ করে আসছে। একই এলাকার মৃত আলী আজার সরকারের ছেলে মোঃ সুলতান সরকার, নুরুল হকের ছেলে মোঃ খোরশেদ আলম আলো বিগত ৫ বছর যাবৎ ওই জমির পাশে একটি গ্যারেজ নির্মান করে। সেই গ্যারেজে গাড়ি পরিস্কার করার ময়লা পানি ভুক্তভোগি কৃষকদের জমিতে গিয়ে নষ্ট হচ্ছে ধান সহ নানা ফসলাদির।
এ ব্যাপারে জমির মালিক অবির উদ্দিন সরকারের সাথে কথা বললে তিনি জানান, আমাদের জমির ধান বিগত ৫ বছর যাবৎ নষ্ট করছেন সুলতান ও আলো। ওদের সাথে আমরা অনেক বার কথা বললেও কোন ব্যবস্থা নেইনি তারা প্রতিহিংসার বসে আরো বেশি করে তাদের গ্যারেজের নোংরা পানি আমাদের জমির দিকে দিচ্ছে। আমরা এ ব্যাপার নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেই।
সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতে মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেনের কাছে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব দেন। বিষয়টি নিয়ে চেয়ারম্যান উভয় পক্ষকে ডেকে মিমাংসা করতে চাইলে সুলতান ও আলো চেয়াম্যানের কাছ থেকে সময় চায়। তার পর থেকে আর কোন ব্যবস্থা নেয়া হয়নি।
এ ব্যাপারে অভিযুক্ত সুলতানের সাথে কথা বললে তিনি জানান, আমি কারো জমির ফসল নষ্ট করছিনা। সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।