Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৫তম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। অর্থাৎ বৃষ্টির কারনে সিলেট-খুলনা ম্যাচটি মাঠে গড়ায় নি। দুপুর সাড়ে ৩টার মধ্যে একটি বলও মাঠে না গড়ানোয় শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে সিলেটি সিক্সার্স বনাম খুলনা টাইটানস ম্যাচটি। আগের ম্যাচে মাহমুদ উল্লাহ রিয়াদের দলের কাছে হেরেছিল নাসির হোসেনের সিলেট। তাই নাসিরদের জন্য আজ ছিল প্রতিশোধ মিশন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীজুড়ে বিরামহীনভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টিপাত বাংলাদেশে অচেনা ব্যাপারই বটে। কিন্তু প্রকৃতি ধ্বংসের ফলে জলবায়ুর মারাত্মক পরিবর্তন হয়ে গেছে। এবার অকালের বৃষ্টির কোপে পড়ল চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর।
বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের কারণেই এই অসময়ের বৃষ্টি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট এখনো ঢাকা রয়েছে। আজ দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হওয়ার কথা আছে ঢাকা ডায়নামাইটস এবং চিটাগং ভাইকিংসের।
সেই ম্যাচটি নিয়েও রয়েছে শঙ্কা।