কাজীপুরে কৃষকের দুইশ চারাগাছ কেটে সাবাড়

কাজীপুর প্রতিনিধি.


কাজীপুরের উত্তরপাইকপাড়া গ্রামের এক কৃষকের জমিতে লাগানো দুইশ চারাগাছের মাথা কেটে ফেলা দুবৃত্তরা। এই ঘটনায় ওই কৃষক গতকাল শনিবার বিকেলে কাজীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

থানায় দেয়া অভিযোগ ও সরেজমিন গিয়ে জানা গেছে, উত্তর পাইকপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম তার নিজ দখলীয় ৪০ শতাংশ জমিতে এবছরের প্রথমে দুইশ ইউক্যালিপটাস গাছ রোপন করে। ইতোমধ্যে চারাগুলো সতেজ হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার রাতে কে বা কারা ওই জমির সব গাছের মাথা কেটে ফেলেছে। ওই গ্রামের ইউপি সদস্য সোহেল রানা জানান, গাছের সাথে এমন শত্রুতা মেনে নেয়া যায়না। ওই কৃষক থানায় অভিযোগ দিয়েছে বলে জেনেছি। কাজীপুর থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর আলম অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ