৭ই মার্চের ঐতিহাসিক ভাষন বিশ্বের দরবারে স্বীকৃতি পাওয়ায় শেরপুরে আনন্দ উৎসব পালিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভ করায় বগুড়ার শেরপুরে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা 

    সিরাজুল ইসলামের সভাপতিত্বে আনন্দ উৎসব ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

    শোভযাত্রায় শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন।
    এ সময় আরো উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, সহ সভাপতি সাইফুল বারি ডাবলু, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মাদ আলী মুন্টু, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কাদের, শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শাহ জামাল সিরাজী, শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, কৃষি কর্মকর্তা আবু রায়হান, উপজেলার সকল কর্মকর্তা, সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করেন। শোভাযাত্রা শেষে উপজেলা মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ