নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব নয়- এমপি হাবিব

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.

দেশের অর্ধেক জনশক্তি নারী। তাই নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। এছাড়া আদর্শ জাতি গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই নারী জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এজন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার (২৯এপ্রিল) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার এসআর বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকারদলীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান এসব কথা বলেন।
অত্র বিদ্যালয়ের সভাপতি মিন্টু রাজ কুন্ডুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সীমাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, আ.লীগ নেতা আহসান হাবীব আম্বীয়া, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শামিম ইফতেখার, রতন বসাক, এনামুল কবির, চঞ্চল কুন্ডু, আব্দুল হাকিম, ছেলিম হোসেন, প্রধান শিক্ষক আতিকুর রহমান, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন, সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ