নিউজ ডেস্ক.
রাজধানীর ডেমরা এলাকা থেকে সন্তানসহ এক নারী রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। দেশের বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের ছড়িয়ে পড়তে সাহায্য করার দায়ে দুই দালালকেও আটক করেছে র্যাব।
র্যাব ১০-এর কর্মকর্তা মেজর আহমেদ হোসেন মহিউদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়েকে নিয়ে এক রোহিঙ্গা নারী ওই বাসায় ৪ দিন ধরে আশ্রয় নিয়েছিল। খবর পেয়ে ম্যাজিস্ট্রেট গাওসুল আজমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের ও দালালদের আটক করা হয়।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বৃহস্পতিবার র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

