কাজীপুর উপজেলা পরিষদ ভবনের ঢালাই কাজ শুরু

কাজীপুর প্রতিনিধি.


বৃহস্পতিবার দুপুরে কাজীপুর উপজেলা পরিষদ ভবনের ঢালাই কাজের শুরু হয়েছে। কাজীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার ও কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ঢালাইকাজের উদ্বোধন করেন।

উপজেলা পরিষদের পুরনো ভবন ভেঙ্গে নতুন করে পাঁচ কোটি টাকা ব্যয়ে ছয় তলা ভিতের উপর ৪ তলা প্রশাসনিক ভবন ও একটি অডিটোরিয়াম এর নির্মাণকাজ করছে মেসার্স ধ্রুব ট্রেডার্স। গত ১৫ আগস্ট ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম।

ইতোমধ্যে নির্মাণ কাজের প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানান, কাজীপুর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া।তিনি আরও জানান, মাননীয় মন্ত্রি মহোদয়ের একান্ত প্রচেষ্টায় আধুনিক কাজীপুর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলেছে। আগামি বছরের আগস্টে এই নির্মাণকাজ শেষ হবে। ঢালাইকাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলী আসাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রমূখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ