নিউজ ডেস্ক.
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যদি নির্বাচনে আসতে চায়, এ সরকারের অধীনেই নির্বাচনে আসতে হবে। কারণ তত্ত্বাবধায়ক সরকার আর পৃথিবীর আলো দেখবে না। আজ শুক্রবার চট্টগ্রামে বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এ নির্বাচন হবে সংবিধান অনুসারে, ক্ষমতাসীন দলের অধীনে। সেই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। ক্ষমতাসীন দল শুধু দৈনন্দিন কাজ করবে। তারা অন্তর্র্বতীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। এর বাইরে সহায়ক সরকার বলে কিছু নাই।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের আমলে খাদ্য, বিদ্যুৎ, রপ্তানি বাণিজ্যসহ সব ক্ষেত্রেই সফল হলেও খালেদা জিয়া কেবল সমালোচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খলিলুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংসদ সদস্য ডা. আফসারুল আমিন ও শামসুল হক চৌধুরী।

